রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দায়িত্বশীল করে গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ ও মেধার বিকাশ ঘটে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক আজিজ, মোঃ কামরুল ইসলাম ও মোঃ মামুনুর রশীদ পলাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক, শেরপুর। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে উত্তরা স্পেশালাইজড হাসপাতাল ও বৈশাখী প্লাজা, সজবরখিলা। টুর্নামেন্টে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দলের অংশগ্রহণে মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট শেরপুর জেলার ক্রিকেট অঙ্গনে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।