মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:
চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়ে আনিসুল হক বলেন, কৃতজ্ঞ-চিত্তে মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি "আলহামদুলিল্লাহ"।
প্রিয় সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সুনামগঞ্জ-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে "চূড়ান্ত" ভাবে "মনোনীত" করা হয়েছে।
সু-দীর্ঘ পথ চলায় দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে কঠিন সংকটে ও সংগ্রামের মধ্য দিয়ে দুঃসময়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে- দীর্ঘদিন যাবৎ আপনারা আমার সাথে ছিলেন এবং আজকের এই সাফল্য সম্পূর্ণরূপে আপনাদের কৃতিত্ব।
আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন ও অবিচল আস্থা ও বিশ্বাস এর জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমাকে যেভাবে আমার বিপদে আগলে রেখেছেন, ক্রান্তি-কালে ভালোবেসেছেন, দুঃসময়ে সমর্থন জুগিয়েছেন তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
আমি বিশ্বাস করি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখবো।
বিশেষ করে হাওরবেষ্ঠিত অঞ্চলে- শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটানো, কৃষি ও পর্যটন শিল্পের অপূর্ব সম্ভাবনাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে বিকাশ ঘটানোর মাধ্যমে সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করবো।
পরিশেষে, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সুনামগঞ্জ ১ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।
আমি আজীবন- সুখে-দুঃখে, সংকটে-সংগ্রামে নিজের সর্বস্ব উজাড় করে, নিঃস্বার্থ ভাবে সুনামগঞ্জ-১ আসন এর গনমানুষের পাশে ছিলাম, আছি এবং অদূর-ভবিষ্যতেও থাকবো- ইনশাআল্লাহ ।