মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর অকাল শাহাদাতে তাঁর রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হাবশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মাওলানা কারী ইব্রাহিম আল হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মাস্টার মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নম্বর গালুয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফেরদৌস ও সেক্রেটারি মাওলানা আ. সালাম।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।