বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল শিবচরে মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ঐক্যের আহ্বান তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ গোয়াইনঘাটে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সভা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা লক্ষ্মীপুর-০৪ আসনের মনোনয়ন ফরম নিলেন বীথিকা বিনতে হোসাইন জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ের মহাসচিব চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার এক বাছুর থেকেই ডেইরি সাম্রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হাজেরা বেগম। ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

শিবচরে মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ঐক্যের আহ্বান

মেহেরাব হোসেন, শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারা(২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় শিকারহাট বাজারসংলগ্ন বন্দরখোলা এলাকায় ইচ্ছেঘুড়ি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে “সুশাসন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকে সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যেই শিবচরের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে। এসব কমিটির দায়িত্ব থাকবে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের হাতেনাতে শনাক্ত করে প্রশাসনকে অবহিত করা। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুরের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, একটি মাদকমুক্ত দেশ গড়তে হলে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এককভাবে কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবচর থানার অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিষয়ে আমরা অনেক সময় মনে করি সব দায় পুলিশের। কিন্তু এই দায় ঠেলাঠেলির মাঝেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশের চেয়েও বড় ভূমিকা রাখতে পারেন এলাকার প্রতিষ্ঠিত ও সচেতন মানুষ। সত্যিকার অর্থে মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক সংগ্রামে নামতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইচ্ছেঘুড়ি সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মো. শাহিন খান। সভার সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সচেতন নাগরিক মো. রুবেল মিয়া (হৃদয়)।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা করিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। আরও

উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. আক্তারুজ্জামান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাদবর, সহ-সভাপতি মো. উজ্জ্বল মোড়লসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জানান, তারা এই ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করবেন।
শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শিবচরে একটি মাদকমুক্ত, সুশাসনসমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩