মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলী জমি বিনষ্টরোধ সহ স্কুল কলেজ সংলগ্ন নদীর তীরবর্তী এলাকা রক্ষায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে বালু সাইটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত থাকার দায়ে আলমগীর ও আব্দুল হক নামে দুই ব্যাক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ ধারায় ১ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরে রাংপানি কলেজের পিছনে ও কেন্দ্রি গ্রামের নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব। পরবর্তীতে উক্ত স্হান বালু উত্তোলন বন্ধে নির্ধারিত স্হানে লাল নিশানা স্হাপন করা হয়।
এ সময় টাস্কফোর্সের অভিযান চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবির টিম, জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব বলেন, স্কুলের পিছনে ও ফসলী জমির ভাঙন কবলিত অংশে বালু উত্তোলন বন্ধে লাল নিশানা স্হাপন করা হয়েছে। উক্ত স্হান হতে পুনরায় বালু উত্তোলনে খবর পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩