মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের নীলফামারীর সংসদীয় আসন নিয়ে দলীয় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝো তার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে নীলফামারীর একটি আসনসহ চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩