মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিকেলে ৫৩ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩