মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
এ.জে. নেজামউদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ার প্রাণকেন্দ্রে শুক্রবার (১৯ ডিসেম্বর) উদ্বোধন হলো নতুন খাবারের প্রতিষ্ঠান কুটুম বাড়ি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি চকরিয়া থানা রাস্তার মাথা, সিস্টেম কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি এবং কক্সবাজার জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কোনাখালী ইউনিয়ন থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
রেস্টুরেন্টের দুই সত্তাধিকারী মো. ছাদেক ও কফিল উদ্দিন বলেন, “ইনশাআল্লাহ আমরা চকরিয়ার সর্বস্তরের মানুষ এবং পর্যটকদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করব। প্রতি সপ্তাহে একবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন করা হবে এবং তা সুলভ মূল্যে সরবরাহ করা হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রেস্টুরেন্ট পরিচালনার প্রশংসা করেন এবং পরামর্শ দেন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তৈরি করা এবং মেহমানদের সাথে সদয় আচরণ করতে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, চকরিয়ার প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠান মানুষের খাবারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩