কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নির অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা এর কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তাক মিয়ার নিকট হইতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
ফরম সংগ্রহ শেষে নজরুল ইসলাম খাঁন বলেন, আজ আমার কাছে অত্যন্ত আনন্দের দিন। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। কুড়িগ্রাম-২ আসনের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এ আসনের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, মৌলিক অধিকার আদায়ের জন্য এই নির্বাচন। আমরা আশাবাদী কুড়িগ্রাম-২ আসনের মানুষ ঈগল মার্কার পক্ষে রায় দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।