মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প” বাস্তবায়নে সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ইকো-স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব সম্পর্কিত সমীক্ষা বাস্তবায়নের দায়িত্ব বিশেষজ্ঞ দল (ENRAC CONSULTING LTD) এর আয়োজনে এ সভায় প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক ডিজাইন, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বিসিক এর উদ্যোগে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের বিবরণ, প্রকল্প বাস্তবায়নে সুবিধা ও অসুবিধা, পরিবেশগত সম্ভাব্য প্রভাব ও প্রতিকার, কঠিন বর্জ নিষ্কাশন, অভিযোগ প্রতিকার প্রক্রিয়া, ধাপসমুহ সম্পর্কে বিভিন্ন ধারণা ও বাস্তবায়নের সম্পর্কে আলোচনা করা হয়।
এতে উদ্যক্তারা বিসিকের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সেইসাথে তারা জানান,আমরা যারা নতুন উদ্যোক্তা তারা যেন স্বল্প মূল্যে প্লট ক্রয় করে আমাদের ব্যবসার গতিকে ত্বরান্বিত করতে পারি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিসিক খাদ্য প্রক্রিয়া জাতকরণ শিল্পনগরীর প্রকল্প পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ENRAC এর ইনভাইরনমেন্ট স্পেসালিষ্ট হাফসা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তামিম হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
এছাড়াও বিসিক শিল্প নগরী এলাকার উদ্যোক্তা, জমির মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩