জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্থ হাজী মহসিন কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জৈন্তাপুরের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৮), রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছলের ছেলে জিসান (২০) ও গোয়াইনঘাট উপজেলার লাউবিল জুলাই গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে মারুফ আহমদ (২৬)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ পাহারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।