অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় পটুয়াখালীর বাউফল উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. শাহজাহান হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী জনাবা সালমা আলম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় ও দোয়া করা হয় এ সময় বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।