রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অনুমোদনবিহীন ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ভাটাগুলোকে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় সরকারের বিধিনিষেধ অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।