মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন পেশায় ভ্যানচালক ইসা আলেক। তিনি জয়পুরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
২২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পূরণের মাধ্যমে মনোনয়ন ফরম উত্তোলন করেন ইসা আলেক। এ সময় তাঁর হাতে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম ও সংশ্লিষ্ট দিকনির্দেশনামূলক নথি দেখা যায়।
ইসা আলেক সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ শ্রমজীবী মানুষ। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছি। সমাজের অবহেলিত, দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখি। তাদের কথা জাতীয় সংসদে তুলে ধরতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “রাজনীতি শুধু বিত্তবান বা প্রভাবশালীদের জন্য নয়, সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যম হিসেবেই রাজনীতি হওয়া উচিত। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়াবো।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন ভ্যানচালকের মতো সাধারণ পেশাজীবীর নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের প্রকৃত চর্চাকে তুলে ধরে। এতে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।