আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কৃষি জমিনের টপ সয়েল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন বন্ধে গত তিন দিনে ৪টি পৃথক অভিযান পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আবাদযোগ্য কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এসময় “বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্তদের নিকট থেকে। এসময় ১টি এক্সাভেটর ও ১টি ড্রাম ট্রাকও জব্দ করা হয়।
রবিবার (২১শে ডিসেম্বর) দুপুরে কনকাপৈত ইউনিয়নের পন্নারা, ভানুস্বর, কনকাপৈত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে প্রশাসনের একের পর এক অভিযানে অনেকাংশে কমে গেছে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন। এতে করে স্বস্থির নি:শ্বাস ফেলছে উপজেলার সাধারন মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত আবাদযোগ্য কৃষি জমির টপসয়েল কেটে ফেলার অভিযোগে এসব অভিযান পরিচালিত হয়। কৃষি জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।