ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজের) মাসিক সাধারণ সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার টুকেরবাজার মেজবান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের সঞ্চালনায়, এতে প্রধান আলোচ্য বিষয় ছিল সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক ভিত্তি গতিশীল করা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে সংগঠনের আগামীর পথচলায় চারটি বিশেষ লক্ষ্য নির্ধারণ করেন। লেখনীর মাধ্যমে এলাকার জনদুর্ভোগ ও উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করা, সংবাদ কর্মীদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা।
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন এবং পারস্পরিক আস্হা ও ভ্রাতৃত্ববোধ,বজায় রাখা। নিয়মিত সাংগঠনিক কর্মসূচি পালন এবং সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিক সংগঠনের সম্পৃক্ততা বৃদ্ধি করা উপরোক্ত বিষয়ের উপর গুরুত্বারোপ করেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সম্মানীত সদস্য মো. মানিক মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি সালাউদ্দীন রানা, আশরাফ উদ্দীন,শফিকুল ইসলাম ও রুহুল আমিন। সভাপতির বক্তব্যে নিজাম উদ্দীন বলেন,“সংবাদকর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।”
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।