আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় ফজলুর রহমান(৭৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা মরহুম হাজী আনোয়ার উল্যাহর ছেলে ও চৌদ্দগ্রাম বাজারের মোবাইল গ্যালারীর মালিক মোঃ মানিকের পিতা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজার এলাকায়।
রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী মদিনা বাস পথচারী ফজলুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার ছেলে বাজারের মোবাইল ব্যবসায়ী মোঃ মানিক আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মোঃ মানিক বলেন, বাবা ফজলুর রহমান প্রায় সময় কেনাকাটার জন্য চৌদ্দগ্রাম মহিলা মাদরাসা রোডের বাড়ি থেকে বাজারে আসেন। রোববার বিকেল বেলায় পাউরুটি কিনে সড়ক পার হওয়ার সময় একটি মদিনা বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে’।