জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালি উত্তোলন ও মজুতের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। অভিযানে উপজেলার দুটি এলাকা থেকে মোট ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার বালি-পাথর সাইটে এবং দুপুর ২টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪নং বাংলা বাজার এলাকা থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালি জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব। অভিযানে আরও অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর আওতাধীন শ্রীপুর বিওপির একটি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব জানান, “অবৈধ বালি উত্তোলন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল, একই সঙ্গে অবৈধ বালি ব্যবসায়ীদের প্রতি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা