মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
আজ রবিবার(২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এ সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।
মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতা কর্মী এবিএম মোশাররফ হোসেনের ছবি সংযুক্ত করে মনোনয়ন পত্র সংগ্রহের ছবি পোষ্ট করছে।
পটুয়াখালী-৪ আসনের সকল দলীয় কার্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিপূর্ব থেকে এ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।