মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াত ইসলামী, দিঘাপতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ ইউনুস আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা এবং সংসদ সদস্য পদপ্রার্থী, নাটোর-২। মোঃ আতিকুল ইসলাম রাসেল, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা।অধ্যাপক মীর নুরুন্নবী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর সদর থানা শাখা।মাওলানা মোঃ আখের আলী, ভারপ্রাপ্ত আমীয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং দিঘাপতিয়া ইউনিয়ন শাখা
আরো উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন জিহাদী সাহেব।
সভায় বক্তারা বলেন, শহীদ হতদরিদ্র মানুষের অধিকার, জাতীয় স্বাধীনতা, এবং দেশীয় মূল্যবোধ রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি অধিপত্যবাদ, নিপীড়ন ও অন্যায়ের প্রতিবাদে অগ্রণী ভূমিকা পালন করেন। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর রক্ষায় তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি কখনো ভুলবে না।
বক্তারা আরও বলেন, ইনকিলাব মঞ্চের কর্মসূচি ও বিপ্লবী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শহীদের দৃষ্টিভঙ্গি ছিল ন্যায়–আদর্শ–স্বাধীনতা এবং গণমানুষের অধিকারের পক্ষে অচল অবস্থান। তাঁর আত্মত্যাগ দেশে নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে পথ দেখাবে।
অতঃপর শহীদের রূহের মাগফিরাত, এবং দেশবাসীর কল্যাণে পরিপূর্ণ হওয়ার জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড দায়িত্বশীল, শিক্ষিত যুবসমাজ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।