রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেভিয়া সফট ক্রিম জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল অবস্থান নেয়। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৫ বোতল ভারতীয় ‘KINGFISHER’ মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই তারিখ ভোর আনুমানিক ০৭:০৫ মিনিটে বাগভান্ডার বিওপি’র আওতাধীন বাগভান্ডার সুইচগেট (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যদের চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১২৫টি ভারতীয় নেভিয়া সফট ক্রিম উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত ৫ বোতল মদের আনুমানিক বাজারমূল্য ৭,৫০০ টাকা এবং ১২৫টি নেভিয়া সফট ক্রিমের মূল্য ১৮,৭৫০ টাকাসহ সর্বমোট ২৬,২৫০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩