রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত নিখোঁজের আড়াই মাস পর ধানক্ষেতে মিলল কিশোরের কঙ্কাল ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ মানবাধিকার রক্ষায় নবীজির আদর্শই একমাত্র পথ- হেলাল বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনায় চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

লালমনিরহাট প্রতিনিধিঃ

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেভিয়া সফট ক্রিম জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে।

​বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখানা নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল অবস্থান নেয়। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৫ বোতল ভারতীয় ‘KINGFISHER’ মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই তারিখ ভোর আনুমানিক ০৭:০৫ মিনিটে বাগভান্ডার বিওপি’র আওতাধীন বাগভান্ডার সুইচগেট (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যদের চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১২৫টি ভারতীয় নেভিয়া সফট ক্রিম উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত ৫ বোতল মদের আনুমানিক বাজারমূল্য ৭,৫০০ টাকা এবং ১২৫টি নেভিয়া সফট ক্রিমের মূল্য ১৮,৭৫০ টাকাসহ সর্বমোট ২৬,২৫০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩