আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
আজ ২০ নভেম্বর, শনিবার সকাল ৯টা থেকে এ আয়োজন করা হয়। জেলা সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও মাদারীপুর-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস এম আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর ও যোগাযোগ সম্পাদক আশিক আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি আল আমীন বি.এ. ওয়াহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।