মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
কমলনগর লক্ষ্মীপুর।
জিয়া পরিবারের অভিভাবক প্রিয় তারেক রহমান:
সংগ্রামী শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম জানাচ্ছি ...
আমনিশার ঘোর অন্ধকারে নিমজ্জিত বাংলার দিগন্তে সুদীর্ঘ দেড় যুগ পর ঝলমলে আলোকিত একটি সূর্য উদিত হতে যাচ্ছে। আপনার আগমনী সংবাদে উচ্ছ্বসিত জিয়া পরিবারের সদস্যরা। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিলুপ্তির পর অগ্রণী নায়ক প্রিয় জন্মভূমিতে ফেরার খুশিতে পুরো বাংলাদেশ আজ আপনাকে বরণ করতে ব্যস্ত সময় পাড় করছে। আমরা সৃষ্টিকর্তার কাছে আপনার নেকহায়াত, নিরাপদ ও সাফল্যমন্ডিত শুভাগমন কামনা করছি।
হে বিনির্মিত বাংলাার আগামীর প্রতিচ্ছবি: আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র একজন কর্মী। ২০০৮ সাল থেকে জাতীয়াতাবাদী আদর্শ বুকে ধারণ করে রাজপথের সক্রিয় একজন কর্মী হিসেবে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে আসছি। পলাতক ফ্যাসিস্ট সরকার জখন ক্ষমতার মসনদে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। পুরোটা সময় ধরে দলীয় কর্মকাণ্ড আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম। এতে স্বৈরাচারী হাসিনা সরকারের নানা দমন-পীড়ন, হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছি।
আমি শ্রদ্ধার সাথে আপনাকে জানাচ্ছি যে, লক্ষ্মীপুর ৪ (রামগতি-কমলনগর) বিএনপির মহা ক্রাইসিস সময়ে দলের অভিভাবক হিসেবে আমরা একজনকেই পেয়েছিলাম। তিনি হলেন, বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর -৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
প্রিয় তারুণ্যের কবি তারেক রহমান মহোদয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ ১৭টি বছর রামগতি-কমলনগরের অন্তত ১০ হাজার নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছিল। বেশিরভাগ নেতাকর্মীই কারাভোগ করেছিলেন। ওই সময়ে বিএনপির কান্ডারী হিসেবে আমরা আশরাফ উদ্দিন নিজানকেই পেয়েছিলাম।
যিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়ে জেল থেকে মুক্ত করেই খ্যান্ত ছিলেন না। ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারেরও আর্থিক যোগান দিয়েছিলেন। তার দক্ষতা দলের প্রতি অগাদ ভালোবাসা ও কর্মীদের মুল্যায়নের ফল স্বরুপ এ আসনটিতে এখন বিএনপি খুবই শক্তিশালী এবং ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ।
প্রিয় আগামীর রাষ্ট্রনায়ক: আমরা বিএনপি পরিবার আশরাফ উদ্দিন নিজানের মধ্যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, খালেদা জিয়ার সাহস ও আপনার নিষ্ঠার প্রতিচ্ছবি দেখি। আমরা রামগতি-কমলনগরের বিএনপি পরিবার ধানের শীষের পরিবার। আপনি আশরাফ উদ্দিন নিজানকে দলীয় টিকিট মনোনীত করলে আমরা তাকে বিজয়ী করে লক্ষ্মীপুর -৪ আসনটি আপনাকে উপহার দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ..।
প্রিয় ভরশার বাতিঘর প্রিয় তারেক রহমান: আওয়ামী লীগের দুঃশাসন এবং নির্মম নির্যাতনের শিকার হয়েছি। আমার মতো রামগতি কমলনগরের কয়েকহাজার নেতাকর্মীরাও নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দল ছিল ক্ষমতার বাহিরে। কিন্তু সুদীর্ঘ ১৭টি বছর আশরাফ উদ্দিন নিজান আমাদেরকে বুকে আগলে রেখে দলকে সুসংগঠিত রেখেছেন। আমরা কখনো দল ক্ষমতায় না থাকার অভাব অনুভব করতে হয়নি। কারণ আমরা এমন একজন নেতা পেয়েছি কখনো বিপদে আমাদের ছেড়ে যাননি। ।
প্রিয় যুব সমাজের আইডল : আমি আপ্লূত বাসনা নিয়ে অনুরোধ রাখছি, আমি কখনো আপনার কাছে যেতে পারিনি, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছাকাছি গিয়ে বলতে পারিনি প্রিয় 'গণতন্ত্রের মা' আমি আপনার দলের ক্ষুদ্র একজন কর্মী, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখি নাই, কিন্তু আশরাফ উদ্দিন নিজানের মাঝে জিয়া পরিবারের মর্মতা খুজে পেয়েছি।
মাননীয় তারেক রহমান: আপনি নিজেই বলেছেন জনগণের সাথে যার সম্পর্কের নিবিড় বন্ধন রয়েছে তাকেই নমিনেশন দিবেন।
আমি আপনাকে দৃঢ়চিত্তে জানাচ্ছি যে, জননেতা আশরাফ উদ্দিন নিজানের রাজনৈতিক বিচক্ষণতা দুরদর্শিতা এবং দলের প্রতি অগাধ ভালোবাসার কারণে তার নেতৃত্বে এ আসনে ৪৩ হাজার সাংগঠনিক নেতাকর্মী তৈরি হয়েছে। যারা বিএনপি এবং আশরাফ উদ্দিন নিজানের ডাকে দলের জন্য রাজপথে জীবন দিতেও সর্বদা প্রস্তুত রয়েছে।
বিগত প্রায় ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমলে এমন কোনো দিন নাই তিনি রামগতি -কমলনগরে ছুটে এসে দলের পিছনে মেহনত করেননি। তিনি নিজের পরিবারের চেয়েও রামগতি -কমলনগরের জনগণকে বেশি ভালোবাসেন, শুধু ঘুম ছাড়া বাকি সময়টুকু জনগণ এবং দলের পিছনে ব্যয় করে আসছেন।
আশরাফ উদ্দিন নিজান এমন একজন নেতা যিনি একজন রিক্সার ড্রাইভারের ফোন রিসিভ করেন। একজন কৃষকের ফোনও রিসিভ করেন। রামগতি কমলনগরবাসীনএমন নেতাই চায় যাকে বিপদে আপদে পাশে পেয়েছে এবং ভবিষ্যতেও পাবেন।
হে আমাদের অহংকার তারেক রহমান: পরিশেষে একটা অনুরোধ আপনার প্রতি, আমাদের দীর্ঘ লালিত স্বপ্ন আশরাফ উদ্দিন নিজান বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে ভোটে অংশগ্রহণ করবেন। তার নেতৃত্বে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। কোনো কারণে এখানে অন্য প্রার্থী দলীয় বা জোট থেকে মনোনয়ন পেলে অভিমানী নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিবেন। যে কারণে এ আসনটি আপনাকে উপহার দিতে আশরাফ উদ্দিন নিজানকে দলীয় মনোনয়ন দিতে আপনার সদয় মর্জি কামনা করছি।
হে আগামির রাষ্ট্রনায়ক মাননীয় তারেক রহমান অবশেষে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিলতিল করে এগিয়ে নেয়া বিএনপির ঘাটিখ্যাত জিয়া পরিবারের সাজানো গোছানো সংসারটি ধরে রাখতে লক্ষ্মীপুর ৪ আসনে আমার হৃদয়ের স্পন্দন আশরাফ উদ্দিন নিজানের মনোনয়ন চুড়ান্ত ঘোষণায় আপনার দয়া কামনা করছি।
অনুরোধে: আব্দুল মন্নান, সদস্য কমলনগর উপজেলা যুবদল, লক্ষ্মীপুর।