শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পর্যটন শহর বান্দরবান। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তেজিত জনতা বান্দরবান জেলা শহরে অবস্থিত বীর বাহাদুর উশৈসিং-এর পাঁচতলা বাসভবনে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাতেই ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছালে বিক্ষুব্ধরা সেখানে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩