শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় এনসিপির প্রতিবাদ ও মশাল মিছিল ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক চৌদ্দগ্রামে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ পরকালে শান্তির জন্য নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে- মৌকরা পীর চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ‎আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে অসংখ্য দন্ত চিকিৎসালয়: ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

ময়নামতি রেজিমেন্টের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুন থেকে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনসিসি সদর দপ্তর কর্তৃক প্রকাশিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বলেন, “এই সফরটি আমার বিএনসিসি জীবনে অন্যতম একটা বড় প্রাপ্তি।আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষকবৃন্দ ও বিএনসিসির সিনিয়রদের অনেক অবদান রয়েছে। আমি আশা করি আমার প্লাটুনের জুনিয়র ক্যাডেটরাও ভবিষ্যতে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ ভ্রমণের জন্য নির্বাচিত হয়ে এই ধারা অব্যাহত রাখবে।’

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট(বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া এর আগে আমাদের “ক্যাডেটরা” দিল্লি, মালদ্বীপ ও নেপালসহ সফর করেছে। আশাকরি ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরও এগিয়ে যাবে।”

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার (পিইউও) বলেন, “বিদেশ সফরে নিজ বিভাগের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর নির্বাচিত হওয়ায় বিভাগীয় প্রধান ও প্লাটুন কমান্ডার হিসেবে আমার অনুভূতি অত্যন্ত গর্বের ও আনন্দের। এ ধরনের অর্জন শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্যই সম্মান ও অনুপ্রেরণার বিষয়। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আবু বকরের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে সে দেশ ও প্রতিষ্ঠানের জন্য গর্ব বয়ে আনবে।”

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট শাহিন ইয়াসার বলেন, “বিএনসিসি সর্বদা শিক্ষার্থীদের সার্বিক মানসম্মত করে গড়ে তোলার চেষ্টা করে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশ গঠনে ও ক্রান্তিকালীন সময়ে সহযোগিতা করার জন্য আরও উৎসাহিত করা হয়। আবু বকর সিদ্দিকের জন্য আমাদের প্লাটুনের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

উল্লেখ্য, এর আগেও আবু বকর সিদ্দিক নভেম্বর মাসে মালদ্বীপ সফরের জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে এই পর্যন্ত ৮ জন ক্যাডেট এম্বাসাডর হিসেবে বিদেশ সফরে গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩