শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে অসংখ্য দন্ত চিকিৎসালয়: ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বিএনপির সম্ভাব্যপ্রার্থী আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বিএনপির সম্ভাব্যপ্রার্থী আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মোঃ সিজার হোসেন, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হিসেবে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

১৮ (ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আবু সাঈদ চাঁদ এর প্রস্তাবক হিসেবে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম (বাবলু), আড়ানী পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন সহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠন এর নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর জাকিরুল ইসলাম বিকুল বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জননেতা আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আবু সাঈদ চাঁদ এর পাশে সর্ব-পেশার মানুষ রয়েছে তাকে সবাই ভালোবাসে তিনি এর আগেও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাঁদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের শাসনামলে বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন। আমরা আশাবাদী আগামী ১২ (ফেব্রুয়ারি) ২০২৬ সালের নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩