বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অসহায় এক নারীর চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার বিকেলে বাতিসার অসহায় নারীর হাতে টাকা তুলে দেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি সৌদিআরব প্রবাসী জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, অর্থ সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ প্রমুখ।
চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের সভাপতি জাকির হোসেন বলেন, সারা বিশ্বে অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ করছি। এরই অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীকে এক লাখ টাকা সহায়তা দেয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ অব্যাহত রেখেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩