বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু কুয়েটে উৎসব উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ডিমলায় মহান বিজয় দিবস পালিত

শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবচর পৌরসভার ব্যস্ততম এলাকা পৌর বাজারে এ জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারে আগত পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের হাতে হাতে হ্যান্ডবিল তুলে দেওয়া হয়। পাশাপাশি দলের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম তালুকদার। জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা শাহ আলম তালুকদার বলেন, শিবচরের সাধারণ মানুষ আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। জনগণের এই ভালোবাসা ও সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং গরিব ও মেহনতি মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের মুরুব্বীরা যদি বৃহত্তর স্বার্থে ঐক্য জোট গঠন করেন, তাহলে তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তা সানন্দে মেনে নেব। জোটের পক্ষ থেকে যাকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

নিজের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, যদি দল ও জোটের সিদ্ধান্তে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ শিবচরের জনগণকে সঙ্গে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। তিনি জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

জনসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩