বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনগ্রাম গ্রামের মামুন শেখের স্ত্রী আছিয়া খাতুন সন্ধ্যার দিকে রাইস কুকারে ভাত রান্নার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আছিয়া খাতুন তিন সন্তানের জননী বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩