বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল নাটোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। র্যালিতে ‘বিজয়ের চেতনা বাস্তবায়ন করো’, ‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো’—এমন বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়।
সমাবেশে বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা একটি আমানত। এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন। বক্তারা দাবি করেন, বিজয় দিবসের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় ভূমিকা রাখবে এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
র্যালি ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩