বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু কুয়েটে উৎসব উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ডিমলায় মহান বিজয় দিবস পালিত

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল নাটোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। র‍্যালিতে ‘বিজয়ের চেতনা বাস্তবায়ন করো’, ‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো’—এমন বিভিন্ন স্লোগান উচ্চারিত হয়।

সমাবেশে বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা একটি আমানত। এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন। বক্তারা দাবি করেন, বিজয় দিবসের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় ভূমিকা রাখবে এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩