আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।
কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কোম্পানীর সিইও অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ শাহাদাত হোসেন, সাবেক সচিব নৃপেন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, এসময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সী ,জামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লাহ মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় পূর্ব চান্দিশকরা তরুণ সংঘ চান্দিশকরা স্পোর্র্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।