আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগারের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিয়া স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া স্মৃতি পাঠাগার জাবি শাখার সাধারণ সম্পাদক বলেন,"আজকের এই মহান বিজয় দিবসে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বিজয়ের মাসে ‘জিয়া স্মৃতি পাঠাগার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’-র যাত্রা শুরু। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও সঠিক ইতিহাসের আলো ছড়িয়ে দেওয়া। আজ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি"
জিয়া স্মৃতি পাঠাগার জাবি শাখার সভাপতি সাইদুর রহমান সীমান্ত বলেন"এই কর্মসূচির মাধ্যমে আমরা ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জ্ঞানচর্চার প্রতি নিজেদের অঙ্গীকারবদ্ধ। আমরা পাঠাগারটি কেবল বই পাঠের একটি স্থান হিসেবে নয়, বরং মুক্তচিন্তা, গবেষণা এবং দেশপ্রেমিক মূল্যবোধ বিকাশের একটি উন্মুক্ত পরিসর হিসেবে তুলতে চাই। ভবিষ্যতে নিয়মিত পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা ও জ্ঞানভিত্তিক চর্চা এগিয়ে নেওয়া হবে। মহান বিজয়ের চেতনাকে ধারণ করেই জিয়া স্মৃতি পাঠাগার তার কার্যক্রম অব্যাহত রাখবে"