মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকালে কুয়েট প্রশাসনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দুর্বার বাংলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে কুয়েট অডিটোরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে একই স্থানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী।
বিকাল ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক বনাম শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপাচার্যের নেতৃত্বে শিক্ষক দলের সদস্যরা ৪-২ গোলে শিক্ষার্থীদের পরাজিত করে বিজয় অর্জন করেন।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। এছাড়া আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. বি. এম. ইকরামুল হকের তত্ত্বাবধানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপিত হয়।