মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একদিন বাড়তি সুযোগ দেওয়া হয়েছে।
আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ১৫ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আবেদন ফি প্রদানের সময়সীমাও অপরিবর্তিত রেখে ওই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী—এই তিনটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি, বি-১ উপ-ইউনিট ৭ জানুয়ারি এবং বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।