মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি-শান্তি হল ডিবেটিং ক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিথিলা মিনহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার।
সোমবার (১৫ ডিসেম্বর) সুনীতি-শান্তি হলের প্রভোস্ট ড. মোছা. শাহিনুর আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কারিশমা মেহজাবিন এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারাহ খানম। যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতা স্মৃতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) একই বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা সেলিম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রিমি, দপ্তর সম্পাদক কাজী আসমাতুল জান্নাত, অর্থ সম্পাদক মনিরা আক্তার শিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত ইতি, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক রেশা খানম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজিয়া আনজুমান, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক অপরাজিত বড়ুয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সোনিয়া আক্তার, দিনা আক্তার, সাহিনা হক বৃষ্টি ও মাইশা নিগার সামিয়া মনোনীত হয়েছেন।
নব-মনোনীত সাধারণ সম্পাদক তানজিনা আক্তার বলেন, ‘বিতর্কের মতো একটি চিন্তাশীল ও যুক্তিনির্ভর প্ল্যাটফর্মের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের পাশাপাশি এক বড় দায়িত্ব। এই আস্থার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সম্মানকে আমি কেবল একটি পদ হিসেবে নয়, বরং সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমি নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব।’
নব-মনোমীত সভাপতি মিথিলা মিনহা বলেন, ‘ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি হলকেন্দ্রিক ডিবেটে তারা অনেক এগিয়ে আছে। আমাদের এখানে ওই কালচারটা এখনো তৈরি হয়নি, তবে সাম্প্রতিক সময়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একটা ডিবেট টুর্নামেন্ট নামানো হয়েছে। সেখানে সুনীতি শান্তি হলের একটা টিম রানার্স আপ হয়েছে। আমাদের হলে অনেক বিতার্কিক আছে যারা সেন্ট্রালে ডিবেট করে খুব ভালো। এবং আরো নতুন অনেক বিতার্কিক আছে, সবাইকে এগিয়ে নিতে আমাদের হল ডিবেটিং ক্লাব খোলার উদ্যোগ নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রভোস্ট ম্যাম এবং হাউস টিউটর স্যার ম্যামরা অনেক সাহায্য করেন। আমি এই কমিটিতে সভাপতি হিসেবে আছি সেটা আমার জন্য অনেক গর্বের, কারণ ডিবেট সবসময় আমার প্যাশনের জায়গা। সেই জায়গা থেকে আমি ক্লাবকে ভালোভাবে রান করার চেষ্টা করবো। পাশাপাশি আমার নিজের চিন্তা যুক্তি আরো প্রষ্ফুটিত করতে পারবো সে আশা করছি। আর হল কেন্দ্রিক ন্যাশনাল ডিবেটও হয়, সেখানে আমাদের হল থেকে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো। সর্বোপরি আমি চেষ্টা করবো, হলে যাতে ডিবেট আরো ভালোভাবে বিকশিত হয়।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩