আরাফাত হোসেন, মাদারীপুর (কালকিনি) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক এবং মাদারীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম হোসাইন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এ সময় তারা সহিংসতা, উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া মতবিনিময় সভায় দায়িত্বশীল রাজনীতি চর্চা, আইনের প্রতি শ্রদ্ধা, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।