সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
মোঃ আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পানছড়ি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ক্রসিংয়ের আশঙ্কাজনক এলাকাগুলো চিহ্নিত করে গুরুত্বপূর্ণ ৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও বিশেষ তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের জান-মালের সুরক্ষায় তারা সর্বদা সতর্ক। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩