রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ৩৬ জন শিক্ষার্থীকে শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে সংগঠনের নতুন যাত্রা শুরু করেছে।
সংগঠনের পক্ষ থেকে সোমবার (১৪ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচির আলোকে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার শেষে বোর্ড সদস্যদের সম্মিলিত ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষানবিশ সদস্যরা সংগঠনের নীতি, আদর্শ ও সাংবাদিকতার পেশাগত মানদণ্ড অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্রিয়তার ভিত্তিতে পরবর্তীতে সহযোগী সদস্য ও সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।
মনোনীত শিক্ষানবিশ সদস্যরা হলেন (অনুষদসহ): রাইহান বিন শফিক (মৎস্য বিজ্ঞান অনুষদ), স্মরণ হালদার (ব্যবসায় প্রশাসন অনুষদ), মো. জাহিদ হাসান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), নাফিজ আমিন চৌধুরী (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), সৌরভ হোসেন (ব্যবসায় প্রশাসন অনুষদ), বশির আহমেদ (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), আনসার উদ্দিন (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), জোবায়ের হোসেন (কৃষি অনুষদ), মাহফুজুর রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), সাজ্জাদুর রহমান (ব্যবসায় প্রশাসন অনুষদ), শুভ রায় (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফখরুল দাস (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), অনিমিত রায় (ব্যবসায় প্রশাসন অনুষদ), মুশফিকুর রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফাহিদা খান তানহা (কৃষি অনুষদ), আবু বাশার (ব্যবসায় প্রশাসন অনুষদ), মেহেরুননেসা লাবণী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ), মিনহাজ হোসেন নাহিদ (কৃষি অনুষদ)।
এছাড়া রিফাত রহমান (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), মো. শফিকুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ), আব্দুর রহিম (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), তানজিলুল আলম (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), তুহিন মিয়া (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), ফিরোজ আহমেদ (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), জ্যোতিন নাথ চৌধুরী (কৃষি অনুষদ), মোহাম্মদ রাহাত আলী (কৃষি অনুষদ), দীপক রায় (আইন ও ভূমি প্রশাসন অনুষদ), শাওন আহমেদ, হযাইফা আকন্দ সাদ, মাহফুজুর রহমান মিঠু, নাজমুস সাদাত রাজু, নূর ইসলাম পিয়াস ও ছাবির আহমেদ (এনএসটিএম অনুষদ) শিক্ষানবিশ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাকিফুল ইসলাম আকাশ।