সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাদা দল ।
রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে অবিলম্বে এই হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয় এবং আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়-এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের রাজনৈতিক সহাবস্থানের ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরি ও আসন্ন নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র গণতন্ত্রবিরোধী শক্তির চরম দৃষ্টান্ত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা ভণ্ডুল করার যেকোনো অপচেষ্টা জনগণের ঐক্য ও রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে প্রতিহত করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাদা দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভিন্নমত ও রাজনৈতিক অবস্থান প্রকাশ করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার। সেই অধিকার দমনে সহিংসতা প্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩