রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:
জয়পুরহাটের পাকারমাথা বিসিক শিল্প নগরী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পাকারমাথা বিসিক শিল্প নগরীর আমিনুর বাড়ী অটো রাইস মিলসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩