রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডিমলায় বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত শ্রীবরদীতে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দিনব্যাপী নানা আয়োজনে চবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত জয়পুরহাটে গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স- এর মশাল মিছিল ও প্রতিবাদ সভা জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ আটক ১ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার দাবিতে এনসিপির মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

মহিপুরে দা নূর একাডেমির একক উদ্যোগে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা–২০২৫ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকা মহিপুরে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর একই বছরের মে মাসে দা নূর একাডেমি বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের নিবন্ধন লাভ করে। আধুনিক ও যুগোপযোগী মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় কলাপাড়া উপজেলার মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দা নূর একাডেমি অংশগ্রহণের সুযোগ পায়।

এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোঃ নাসির উদ্দিন জানান, পরীক্ষাটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

দা নূর একাডেমির পরিচালক বলেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। কলাপাড়ায় প্রথমবার এমন আয়োজন শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

পরিক্ষা কেন্দ্র সচিব বানিকান্ত সিকদার বলেন, এই এলাকায় এই প্রথম কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষা দিচ্ছে বিষয়টি অত্যন্ত আনন্দে। পরিক্ষা সঠিক সময় সঠিক নিয়ম এবং নিরাপত্তার সহিত হচ্ছে বাচ্চারা সুন্দর নির্ভয়ে পরিক্ষা দিচ্ছে।

দা নূর একাডেমির পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আদর্শ, যুগোপযোগী এবং ভবিষ্যতে ভালো স্থানে পৌছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই পরিক্ষা যাতে সহযে দিতে পারে প্রতিটি শিশু তার জন্য আমি চেষ্টা করে পটুয়াখালী থেকে কেন্দ্র মহিপুরে এনেছি।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ মজিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে নিয়মিত এ ধরনের শিক্ষামূলক আয়োজন হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।

তিনি আরো বলেন আগামী পরিক্ষা আমাদের এলকার অন্য শিক্ষা প্রতিষ্টান গুলো যুক্ত হলে একটি প্রতিযোহিতামূলক পরিক্ষা হবে।

এদিকে অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তারা বলেন আমরা প্রতান্ত অঞ্চলে থেকে এরকম একটা পরিক্ষায় আমাদের সন্তানদের সুযোগ করে দেয়ার জন্য দা নূর একাডেমি পরিচালক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও প্রতিষ্টার জন্য শুভকামনা রইল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩