মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাভা–নরেরকাঠি বধ্যভূমির স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান, বধ্যভূমির বেদী নির্মাণকালীন উদ্যোক্তা সুখ রঞ্জন দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম মিয়াসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের নির্মম ইতিহাস তুলে ধরে বলেন, দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা রাও ফরমান আলীর নেতৃত্বে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এ সময় গভীর শোক প্রকাশ করে বক্তারা আরও বলেন, আমাদের বানারীপাড়ার দুই মেধাবী সন্তান—ড. জ্যোতিময় গুহ ঠাকুরতা ও সুখ রঞ্জন সমাদ্দারকেও ঘাতক পাকিস্তানি বাহিনী হত্যা করে।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।