রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স- এর মশাল মিছিল ও প্রতিবাদ সভা জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ আটক ১ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার দাবিতে এনসিপির মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল ২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামী, জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) মওলানা ভাসানী হলে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহসান ইমাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ এবং অধ্যাপক ড. রবিউল ইসলাম, ডিন এবং চেয়ারম্যান, আইন অনুষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান লাবিব, সমাজসেবা সম্পাদক, জাকসু।আলোচনা সভার সভাপতিত্ব করেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামরুজ্জামান।

এই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯:০০ টায় মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই পর্বে অংশগ্রহণ করেন মওলানা ভাসানী হল ছাত্র সংসদের সদস্যরা এবং হলের অন্যান্য শিক্ষার্থীরা।

বিকেল ৫:৩০ টায় অনুষ্ঠিত হয় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের ওপর একটি কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬:৩০ টায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মওলানা ভাসানীর সংগ্রামী জীবন এবং রাজনৈতিক দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন অতিথিরা।

মওলান ভাসানী হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রিদয় পোদ্দার বলেন”জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এ প্রথমবারের মত আমরা আয়োজন করি।আশা করি ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানী ওতপ্রোতভাবে জড়িত, তার অবদান এতদিন যথাযথভাবে মূল্যায়ন হয়নি,কিন্তু মওলানা ভাসানী ইতিহাসে অমর,তাকে ইতিহাস থেকে কখনোই মুছে ফেলা যাবেনা।”

ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) আব্দুল হাই স্বপন বলেন”মওলানা ভাসানীর নামে হল হওয়া সত্বেও কখনোই এর আগে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে কোনো আয়োজন করা হতো না।মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে এই প্রথমবারের মত মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যেই রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন মওলানা ভাসানীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে যেন এই মহান নেতাকে স্মরণ করে অনুষ্ঠান আয়োজনের ধারা অব্যাহত থাকে”

মওলানা ভাসানী হলের প্রাধাক্ষ অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন”জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ। ছাত্র সংসদ সদস্যরা হল প্রশাসনকে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী অনুষ্ঠান সম্পর্কে আমাদের জানানোর পরই হল প্রশাসন এবং ছাত্র সংসদ মিলে আমরা একটি আহ্বায়ক কমিটি করেছি।আহ্বায়ক কমিটি প্রোগ্রামটি সফল করতে কাজ করে গেছে,আমরা হল প্রশাসন এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করি।আশা করি মওলানা ভাসানীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে”

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মওলানা ভাসানীর জীবনী সম্পর্কিত বই উপহার হিসেবে প্রদান করা হয়।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩