রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামী, জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) মওলানা ভাসানী হলে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহসান ইমাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ এবং অধ্যাপক ড. রবিউল ইসলাম, ডিন এবং চেয়ারম্যান, আইন অনুষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান লাবিব, সমাজসেবা সম্পাদক, জাকসু।আলোচনা সভার সভাপতিত্ব করেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামরুজ্জামান।
এই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯:০০ টায় মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই পর্বে অংশগ্রহণ করেন মওলানা ভাসানী হল ছাত্র সংসদের সদস্যরা এবং হলের অন্যান্য শিক্ষার্থীরা।
বিকেল ৫:৩০ টায় অনুষ্ঠিত হয় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের ওপর একটি কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬:৩০ টায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মওলানা ভাসানীর সংগ্রামী জীবন এবং রাজনৈতিক দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন অতিথিরা।
মওলান ভাসানী হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রিদয় পোদ্দার বলেন”জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এ প্রথমবারের মত আমরা আয়োজন করি।আশা করি ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানী ওতপ্রোতভাবে জড়িত, তার অবদান এতদিন যথাযথভাবে মূল্যায়ন হয়নি,কিন্তু মওলানা ভাসানী ইতিহাসে অমর,তাকে ইতিহাস থেকে কখনোই মুছে ফেলা যাবেনা।”
ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) আব্দুল হাই স্বপন বলেন”মওলানা ভাসানীর নামে হল হওয়া সত্বেও কখনোই এর আগে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে কোনো আয়োজন করা হতো না।মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে এই প্রথমবারের মত মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যেই রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন মওলানা ভাসানীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে যেন এই মহান নেতাকে স্মরণ করে অনুষ্ঠান আয়োজনের ধারা অব্যাহত থাকে”
মওলানা ভাসানী হলের প্রাধাক্ষ অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন”জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ। ছাত্র সংসদ সদস্যরা হল প্রশাসনকে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী অনুষ্ঠান সম্পর্কে আমাদের জানানোর পরই হল প্রশাসন এবং ছাত্র সংসদ মিলে আমরা একটি আহ্বায়ক কমিটি করেছি।আহ্বায়ক কমিটি প্রোগ্রামটি সফল করতে কাজ করে গেছে,আমরা হল প্রশাসন এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করি।আশা করি মওলানা ভাসানীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে”
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মওলানা ভাসানীর জীবনী সম্পর্কিত বই উপহার হিসেবে প্রদান করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩