জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) বিকেল ৪ টা ৩৫ মিনিটে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে জৈন্তাপুর থানার একটি চৌকস টিম সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কম্বলের মালিকানা দাবি করা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সজীব ভূঁইয়া (২৩), পিতা- ফারুক ভূঁইয়া, গ্রাম- কুমারটেক, ইউনিয়ন- গোলাকান্দা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রবিবার সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি