রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে মিছিলটি বাউফল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩