মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সময়ে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ডা. শাহাদাত হোসেনের নিজ বাসভবনে এ ধর্মীয় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি এলাকার সাধারণ মুসল্লিরাও এতে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আজীবন আপসহীন ভূমিকা রেখে এসেছেন। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই আয়োজন। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”
তিনি আরও বলেন, এই দোয়ার মাধ্যমে শুধু দেশনেত্রীর সুস্থতাই নয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।