চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লার ওপর গণসংযোগকালে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের পাঠানপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পাঠানপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিক্ষোভকালে বিভিন্ন স্লোগানে হত্যাচেষ্টার ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, রাজনৈতিক মত প্রকাশ ও গণসংযোগে হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।