শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ০৪ ঘটিকার সময় নাসিরনগর কলেজ গেট বিএনপি অস্থায়ী থেকে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে নাসিরনগরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে নাসির নগর কলেজ গেট বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেদ, নাসিরনগর উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার সুষ্ঠ ও সঠিক তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩