প্রতিবেদক মো. আল আমিন, চবিঃ
৫৪ বছরের স্বাধীনতার পথচলায় আমাদের সবচেয়ে বড় সাফল্য হওয়া উচিত ছিল দেশের সামগ্রিক উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা, শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা, আর জনগণের স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরি করা।
কিন্তু সত্যিটা কি তেমন? বরং দেখা যায় যারা দেশ নিয়ে নতুন কিছু ভাবতে চায়, পরিবর্তনের স্বপ্ন দেখে, প্রশ্ন তোলে তাদেরই কখনো "স্বাধীনতার বিপক্ষ শক্তি", কখনো "চেতনাবিরোধী", আবার কখনো "অন্য দলের এজেন্ট" হিসেবে আখ্যায়িত করা হয়। এভাবে মত প্রকাশের পথ রুদ্ধ করে নিজেদেরকেই "স্বাধীনতার অতন্দ্র প্রহরী" হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা—এটাই যেন আমাদের প্রধান সাফল্য হয়ে দাঁড়িয়েছে।
অথচ স্বাধীনতার এত বছর পর আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, আর আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা।
কিন্তু আমরা পড়ে আছি শব্দের রাজনীতিতে “চেতনা” নিয়ে। অন্যদিকে ১৯৭১ সালে যে শক্তি পরাজিত হয়েছিল— সেই পাকিস্তান আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, সামরিক উন্নতি আর কৌশলগত শক্তিতে বিশ্বের বড় বড় দেশের সঙ্গে সমানে টেক্কা দিচ্ছে।
আর আমরা? আমাদের শক্তি— কেবল চেতনার বুনট, যার বাস্তব রূপ দেশ গড়ার মাঠে দেখা যায় না। স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত আমরা কি উন্নয়নের পথে এগোচ্ছি, নাকি উন্নয়নের বদলে স্লোগান নিয়ে ঘুরে বেড়াচ্ছি?
সময় এসেছে নিজের দিকে তাকানোর; সময় এসেছে দেশকে নিয়ে নতুনভাবে ভাবার।