জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন দাওয়াত পেলেও, দাওয়াত দেয়া হয়নি জাকসু প্রতিনিধি ও ইসলামী ছাত্রশিবিরকে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রশক্তির কমিটি ঘোষণা করা হয়।
দাওয়াত দেওয়া প্রসঙ্গে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন," জ্যাকসুকে দাওয়াত দেয়া হয়নি। কারণ এটা তো আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনের অনুষ্ঠান। ওই জায়গা থেকে আমরা আসলে প্রোগ্রামটা তো সবার জন্য উন্মুক্ত রেখেছিলাম। আমরা শিবিরকে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা প্রায় আট থেকে নয় মাস পর্যবেক্ষণ করেছি। তারা ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যে স্টেপ নিয়েছিল, তারা এখনো তা ধরে রেখেছে। আমরা মনে করেছিলাম চব্বিশের গণভুত্থ্যান পরবর্তী সময়ে তারা স্বাধীনতার স্বপক্ষে অবস্থান নিবে। কিন্তু তাদের কার্যাবলী, তাদের কর্মসূচি মনে হচ্ছে একাত্তর বিরোধী অবস্থান। এই জায়গা থেকে আমরা তাদেরকে ইনভাইটেশন দেইনি"
এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ছাত্রশিবির তার যে কোন আয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে দাওয়াত দেয়ার চেষ্টা করে। ভবিষ্যতেও দলমতের উর্ধে গিয়ে তা করবে। কোন ছাত্র সংগঠন যদি এ চর্চা না করে সেক্ষেত্রে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা আমাদের জায়গা থেকে তাদের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানাচ্ছি এবং তারা এই ক্যাম্পাসের স্বার্থে কাজ করে যাবে এটাই আমরা প্রত্যাশা করছি। আমাদের দাওয়াত না দেয়া নিয়ে আমাদের তাদের প্রতি কোনো মনোমালিন্য নেই। এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেকোনো কাজে তাদের সাথে সবসময় থাকবো।"
এ বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "ছাত্রশক্তির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোন ইয়ে করে নাই। এটা তাদের নিজস্ব একটা প্রোগ্রাম। এখানে তারা কাকে জানাবে বা কাকে না জানাবে এটা এখন তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।"